শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৪০ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মহাসড়কে সব ধরনের চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে এক বৈঠকে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, ঈদুল ফিতরকে কেন্দ্র করে মহাসড়কে সব ধরনের চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো ধরনের পরিবহন থামানো যাবে না।
আইজিপি বলেন, মহাসড়কে চাঁদাবাজি বন্ধে জেলা ও হাইওয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। হাইওয়ে ও থানা পুলিশ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা এবং কমিউনিটি পুলিশের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে চাঁদাবাজিরোধে। সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট সিসি ক্যামেরা থাকবে। মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি, ইজিবাইক চলাচল বন্ধ থাকবে।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরো বলেন, দেশের বড় বড় শপিংমলে পোশাকধারী পুলিশের পাশাপাশি নারী পুলিশ ও সাদা পোশাকে পুলিশ মোতায়েনে নিরাপত্তা নিশ্চিত করা হবে। ছিনতাই, চুরিকে মাথায় রেখেই মূলত এ ব্যবস্থা নেয়া হবে।।