সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন
তরফ বিনোদন ডেস্ক : জনপ্রিয় টিভি মডেল-অভিনেত্রী নোভা। অভিনয়ের বাইরে উপস্থাপনায়ও ব্যস্ত সময় পার করছেন তিনি। একসঙ্গে তিনটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন এখন। নোভা রমজানের পুরোটা জুড়ে থাকছেন একুশে টিভিতে। এখানে ‘ঝটপট ইফতার’ শিরোনামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন। প্রতিদিন বেলা তিনটায় এটি প্রচার হচ্ছে। এছাড়াও নোভা চ্যানেল আইয়ে ‘যে রাঁধে সে চুলও বাঁধে’ ও বাংলাভিশনে ‘সৌন্দর্য কথা’ শীর্ষক অনুষ্ঠান উপস্থাপনা করছেন। উপস্থাপনা প্রসঙ্গে নোভার ভাষ্য, টিভি নাটকের বাইরে আমি গেল কয়েক বছর উপস্থাপনা করছি। তবে সব ধরনের অনুষ্ঠানে আমি নেই। বাংলাভিশনে ‘সৌন্দর্য কথা’ অনুষ্ঠানটি দীর্ঘদিন থেকে করছি। ‘ঝটপট ইফতার’ শুধু রমজান উপলক্ষে প্রচার হচ্ছে। এছাড়া চ্যানেল আইয়ের অনুষ্ঠানটিও বেশ মজার। সত্যি বলতে উপস্থাপনাতেই স্বাচ্ছন্দ্য অনুভব করছি। ২০০৭ সালের দিকে এই অভিনেত্রী উপস্থাপনা শুরু করেন। ‘বউ কথা’ নামের একটা ফ্যামিলি গেইম শোর মধ্য দিয়ে উপস্থাপনা শুরু করেন তিনি।