রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তা সর্বত্র আমরা” এই শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ নভেশ্বর) দুপুর ২ টায় নবীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিনার (ভূমি) আতাউল গনি ওসমানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আনসার ও ভিডিপির হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ। উপজেলা আসনার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খাদিজা ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আনসার ভিডিপির সার্কেল এ্যাডজুড্যান্ট শাহ আলম, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ, বাহুবল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রানা বণিক, ব্যাংক কর্মকর্তা অসিম বণিক। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা প্রশিক্ষক আব্দুল আউয়াল। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক হবিগঞ্জ সময়ের বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, আনসার ভিডিপির চুনারুঘাট উপজেলার প্রশিক্ষক জায়েদ হোসেন, আজমিরিগঞ্জ উপজেলা প্রশিক্ষক ধ্রুব ভট্টাচার্য্য, হবিগঞ্জ সদর উপজেলা প্রশিক্ষক রেখা রানী শুক্ল বৈদ্য, লাখাই উপজেলার প্রশিক্ষক মোর্শেদা আক্তার প্রমুখ। পরে বিভিন্ন ইউনিয়নের দল নেতা/নেত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।