শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন
তরফ আন্তর্জাতিক ডেস্ক : বিজেপি দেশে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচিত হওয়ার পরেই পুনরায় ‘গোরক্ষকদের’ তাণ্ডবের খবর পাওয়া গেছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের সিওনীতে গোমাংস নিয়ে যাওয়ার সময় এক দম্পতিসহ তিন জনকে মারধর করেছে পাঁচ জন ‘গোরক্ষক’। সাম্প্রতিককালের এ বিষয়টি নিয়ে কড়াভাবে মুখ খুলেছেন লোকসভা ভোটে হায়দরাবাদ কেন্দ্রে পুনরায় জয় পাওয়া ‘আইএমআইএম’ নেতা আসাদুদ্দিন ওয়াইসি।
মোদীকে উদ্দেশ করে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবী করেছেন তার দল ‘বিজেপি’ সংখ্যালঘুদের উপর নিপীড়ন করবে না। বিজেপির নামে সংখ্যালঘুদের মিথ্যে ভয় দেখানো হচ্ছে। কিন্তু আজ ‘গোরক্ষকদের’ তাণ্ডবের পাওয়া গেছে মধ্যপ্রদেশে। এখন মোদী এ ‘গোরক্ষক’ গোষ্ঠীর তাণ্ডব রুখতে কী পদক্ষেপ নিয়েছেন?
গতকাল রবিবার (২৬ মে) ওয়াইসি বলেন, ‘সংবিধানে মানুষের জীবনের অধিকার স্বীকৃত, পশুর নয়। আজ পশুর জন্য মানুষকে খুন হতে হচ্ছে। ২০১৫ সালে দাদরিতে বাড়িতে গোমাংস রাখায় মুহম্মদ আখলাক নামে এক যুবককে মারা হয়েছিলো। সে ঘটনায় ১৪ জন গ্রেফতার করেও ১২ জন এখনো জামিনে আছে।
ওয়াইসির প্রশ্ন, ‘প্রধানমন্ত্রী এই ধরনের গোষ্ঠীকে রুখতে কী ব্যবস্থা নিচ্ছেন? এরা মুসলিমদের খুন করছে। ঘটনার ভিডিও পর্যন্ত তুলে রাখছে।এটি চূড়ান্ত পর্যায়ে অসাম্প্রদায়িকতা।’
তিনি আরও বলেন, ‘সংসদে মুসলিমদের প্রকৃত প্রতিনিধিত্বের বিষয়ে কি বিজেপি উদ্যোগী হয়েছে? প্রধানমন্ত্রীর নিজের দলের সাংসদের সংখ্যা এখন ৩০০ জনের বেশি। কিন্তু তাঁদের মধ্যে ক’জন মুসলিম?’