সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিজিবি-সেনাবাহিনীর যৌথ অভিযানে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সীমানা পরিবর্তন হলো ৪৬ সংসদীয় আসনের চুনারুঘাটে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়: তারেক রহমান জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষ:  লাঠিচার্জে আহত গণ অধিকার পরিষদের নেতা নুর চুনারুঘাটে বাল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিত চুনারুঘাটের কৃতি সন্তান আব্দুর রহমান তরফদার সচিব পদে পদোন্নতি বাহুবলে দলিল লিখক সমিতির নয়া কমিটি গঠিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

লাকসাম পৌরসভার দুই’শ চল্লিশ কোটি টাকার বাজেট ঘোষনা

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) থেকে : কুমিল্লার লাকসাম পৌরসভার প্রায় দুই’শ চল্লিশ কোটি টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। সোমবার দুপুরে পৌর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই বাজেট ঘোষনা করেন মেয়র অধ্যাপক আবুল খায়ের।
লাকসাম পৌরসভার আগামী ২০১৯-২০২০ অর্থ বৎসরের জন্য মোট বাজেট ধরা হয়েছে ২৩৯ কোটি ৮২ লাখ ৮৩ হাজার ৩৪০ টাকা। এতে ব্যয় ধরা হয়েছে ২৩৮ কোটি ৬০ লাখ ৭৫ হাজার টাকা। এদিকে গত অর্থ বছরে এই বাজেট ছিল ৯০ কোটি ২০ লাখ ৮৬ হাজার ৯০৭ টাকা।

বাজেট বক্তব্যে পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের বলেন, এবারের বাজেট একটি যুগপোযুগি বাজেট। আধুনিক নগরায়নে এই বাজেট পরিপূর্ণতা লাভ করে পৌরবাসীকে ব্যাপক ভাবে নাগরিক সুবিধা দিতে সক্ষম হবে। ২৯ টি প্রকল্প নিয়ে এই বাজেটে রয়েছে অবকাঠামো উন্নয়ন, জলবায়ু, স্মাট সিটি, আধুনিক মানের অডিটরিয়ম কাম মাল্টিপারপাস ভবন, বহুতল বিশিষ্ট মার্কেট নির্মণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম।

বাজেট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌর সচিব আলা উদ্দিন, নির্বাহী প্রকৌশলী এটিএম মহি উদ্দিন খোন্দকার, হিসাব রক্ষক কর্মকর্তা আকতার হোসেন, প্রধান সহকারী আবুল খায়ের, কাউন্সিলর বাহার উদ্দিন, আবদুল আলীম দিদার, আফতাব উল্ল্যাহ চৌধুরী ঝন্টু, মোঃ শাহজাহান, মোহাম্মদ উল্ল্যাহ, গোলাম কিবরিয়া সুমন, মুশফিকা আলম মিতা, নাছিমা সুলতানা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com