শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন
নিজস্ব সংবাদদাতা : বাহুবলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাতকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-মৌলভীবাজার-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসফিল্ড সংলগ্ন স্থানে। এ সময় পুলিশ ডাকাত দলের সদস্যদের কাছ থেকে দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে। আটককৃতরা হলো- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন গ্রামের ছাদ মিয়ার পুত্র শাহ আলম (৩০) ও একই জেলার রাজনগর উপজেলার মহলাল গ্রামের মৃত ইন্তাজ উলার পুত্র জাহান উদ্দিন ওরপে লিটন (৩৫)।
সূত্র জানায়, গোপন সূত্রে পুলিশ জানতে পারে ঢাকা-মৌলভীবাজার-সিলেট পুরাতন মহাসড়কের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসফিল্ড সংলগ্ন পাহাড়ি এলাকায় ১৫/১৬ সদস্যের ডাকাতদল গাছ কেটে রাস্তায় ফেলে যানবাহনে ডাকাতির প্রস্তুতি শুরু করছে। সাথে সাথে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নেতৃত্বে কমাইছড়া পুলিশ ফাঁড়ি’র একটি শক্তিশালী দল ওই স্থানে ডাকাতদের গ্রেফতারে নামে। এক পর্যায়ে অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ উলেখিত দুই ডাকাতকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে পুলিশ গাছ কাটার করাত, ফিকল, দা, রামদা ইত্যাদি উদ্ধার করে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, গ্রেফতারকৃত শাহ আলম এর বিরুদ্ধে সিলেট, মৌলভীবাজারে চুরি ও ডাকাতির ৪টি এবং জাহান উদ্দিন ওরপে লিটন-এর বিরুদ্ধে মৌলভীবাজার, রাজনগর ও শ্রীমঙ্গল থানায় চুরি ও ডাকাতির অন্ততঃ ১০টি মামলা রয়েছে। তারা তাদের সহযোগীদের নাম প্রকাশ করেছে। তাদের দেওয়া তথ্য মতে সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।