শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন
আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) থেকে : কুমিল্লার লাকসামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির সহযোগী সংগঠন গোমতী শিশু ফোরামের উদ্যোগে শিশু নিরাপত্তা ও শিশু কল্যানে বাজেট বরাদ্দকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা মিলনায়তনে লাকসাম এপি-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় গোমতী শিশু ফোরামের সভাপতি জান্নাতুল ফেরদাউসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, ইউপি চেয়ারম্যান আবদুল আউয়াল, শহিদুল ইসলাম শাহিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েত উল্ল্যাহ। অন্যান্যদের উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-লাকসাম এপির ম্যনেজার শ্যামল ফ্রান্সিস রোজারিও, প্রোগ্রাম অফিসার মানিক লাল সরকার, কলিন্স বিনয় গমেজ, মোঃ মহসিন খান, স্পন্সরশীপ সিস্টেম সাপোর্ট অফিসার লীজা হালদার, গোমতী শিশু ফোরামের সাধারন সম্পাদক বাঁধন দে প্রমূখ।