শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিন জন আহত হয়েছেন।
রোববার (২ জুন) সকাল সাড়ে ৭টার দিকে পাথারিয়া গনিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী বাংলানিউজেক বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে হতাহতদের নাম বা কে কোন বাহনের আরোহী ছিলেন সে তথ্য নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছেন ওসি।