বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:১১ পূর্বাহ্ন
ফেঞ্চুগঞ্জ (সিলেট) সংবাদদাতা : পানি বাড়ছে কুশিয়ারা নদীতে। সেই সাথে ভেঙ্গে পড়ছে নদীর তীর। ভাঙ্গনের কবলে পড়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ভেলকোনা, সাইলকান্দি, সুড়িকান্দি, গয়াসী, বসন্তপুর গ্রামগুলো।
দিন দিন নদী ভাঙ্গন তীব্রতর হওয়ায় বিপাকে পড়েছেন গ্রামগুলোর শত পরিবার। ব্যাঘাত হচ্ছে স্বাভাবিক চলাফেরায়।
সরেজমিনে দেখা যায়- ভেলকোনা গ্রামের খেয়াঘাট ভেঙ্গে যাওয়ায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন সাধারণ মানুষ। এবড়োখেবড়ো ভাবে ভাঙ্গনের ফলে উঠা নামা করতে পারছেন না শিশু ও বৃদ্ধরা।
ভাঙ্গন কবলিত এলাকার মানুষজন নদীর উত্তর পারে এসে যানবাহনে চলাচল করেন, কিন্তু নদী তীর ভেঙ্গে যাওয়ায় উপজেলা সদরের সাথে ঐ জনপদের স্বাভাবিক যোগাযোগ ব্যাহত হচ্ছে।
এ ব্যাপারে উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান এমরান উদ্দিন জানান, ভাঙনের ব্যাপারটা পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। আপাতত খেয়াঘাটের জন্য কোন ব্যবস্থা করা হবে।