মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১১:১০ অপরাহ্ন
স্পের্টস ডেস্ক : আইসিসি ক্রিকেট বিশ্বকাপের নবম ও আজ দিনের দ্বিতীয় ম্যাচে ওভালে টস হেরে নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিং করছে বাংলাদেশ দল। ওভালের ঘাস যুক্ত পিচে টস হেরে আগে ব্যাটিং করতে হওয়ায় নিজের অসন্তোস ব্যক্ত করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন, টস জিতলে তিনিও আগে ফিল্ডিং বেছে নিতেন। এ পিচে আগে ব্যাটিং করা মোটেই সহজ নয়। তবে ধৈর্য্যসহকারে খেলতে হবে। তবে প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানে জয় পাওয়া বাংলাদেশ তীব্র প্রতিদ্বন্দ্বিতা তরার প্রত্যয় ব্যক্ত করেছে।
পেস বোরিং নৈপুণ্যে শ্রীলংকার বিপক্ষে রিজেদের প্রথম ম্যাচে ১০ উইকেটে জয়ী হয়েছিল নিইজল্যান্ড।
বাংলাদেশ ও নিউজিল্যান্ড উভয়েই অপরিবর্তিত রেখে মাঠে নেমেছে।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মাহমুদুল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, টম লাথাম, জেমস নিশাম. কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।