মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১২ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে দুই নারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৮টার দিকে ভাদুরিয়া বাজার নামক এলাকায়।
নিহতরা হলেন, ঘোড়াঘাট উপজেলার বেগুন বাড়ি গ্রামের মৃত. আবদুস ছালামের স্ত্রী আমেনা বেগম ( ৬৭) ও একই গ্রামের আবদুল রশিদের স্ত্রী শাহিদা বেগম (৫৫)।
নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) সামসুল আলম জানান, আমেনা বেগম ও শাহিদা বেগম নামে দুই নারী ভাদুরিয়া বাজারে ডাক্তারের কাছে চিকিৎসা শেষে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানে থাকা দু’জনই ট্রাকের নিচে পড়ে গেলে ট্রাকটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি।