শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন

বৃহস্পতিবার বিকেল ৩টায় বাজেট পেশ

তরফ নিউজ ডেস্ক : আগামী বৃহস্পতিবার (১৩জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট পেশ করা হবে। নতুন অর্থবছরের এ বাজেট পাস হবে আগামী ৩০ জুন (বৃহস্পতিবার)।

মঙ্গলবার (১১ জুন) একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ তথ্য জানান।

এরপর স্পিকার চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেন। এরা হলেন- মেজর জেনারেল (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম, ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, হাবীবে মিল্লাত, কাজী ফিরোজ রশিদ ও মেহের আফরোজ চুমকি। অধিবেশন চলাকালে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এরা সভাপতির দায়িত্ব পালন করবেন।

অধিবেশনের কার্যক্রম শুরুর আগে শোকপ্রস্তাব উপস্থাপন ও গৃহীত হয়। প্রস্তাবে সাবেক সংসদ সদস্য তালেব আলী, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, আবদুল আলী মৃধা, আব্দুল মজিদ মাস্টার, একেএম বজলুল করিম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানার ভাসুর ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সাবেক ব্যবস্থাপনা পরিচালনক রফিক আহমেদ সিদ্দিক, বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা অধ্যাপক মমতাজউদ্দীন আহমদসহ আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ব্যক্তির মুত্যুতে শোক প্রকাশ করা হয়।

অধিবেশন শুরুর আগে একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয় স্পিকারের সভাপতিত্বে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ অধিবেশন চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত। ১৩ জুন বাজেট উপস্থাপনের পর ১৪ ও ১৫ জুন দু’দিন অধিবেশন বন্ধ থাকবে। ১৬ জুন সম্পূরক বাজেটের উপর আলোচনা হবে। ১৭ জুন সম্পূরক বাজেট পাস করা হবে। ১৮ জুন থেকে বাজেটের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। ২২ ও ২৯ জুন এই দুই শনিবার অধিবেশন কার্যক্রম চলবে। প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া কমিটির সদস্য রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মো. ফজলে রাব্বী মিয়া, আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ এবং নূর-ই-আলম চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com