মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন

বাহুবলে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে স্টলে : এক ব্যবসায়ী নিহত

সুহেল আহমেদ বাহুবল (হবিগঞ্জ) থেকে : বাহুবলে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি স্টলে প্রবেশ করেছে। এতে ঘটনাস্থলে শুভাষ দাশ (৪০) নামের এক ধান ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ৮টায় উপজেলার ডুবাঐ বাজারস্থ ঢাকা-সিলেট মহাসড়কে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত্রে উপজেলার ডুবাঐ বাজারস্থ ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে মালবাহী ট্রাক যাচ্ছিল। এ সময় ট্রাক (ঢাকা মেট্টো- ট-২২-৫৮৮৮) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা ডিভাইডার ডিঙ্গে ড্রাইভার হোটেল এন্ড চায়ের স্টলে প্রবেশ করে। এতে স্টলে বসে থাকা উপজেলার শ্যামপুর গ্রামের ধীনেশ দাশের পুত্র ধান ব্যবসায়ী শুভাষ দাশকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শুভাষ দাশ নিহত হয়।

এ ঘটনায় নসিমন চালক জুয়েল মিয়া গুরুত্বর আহত হয়েছে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন জুয়েল মিয়াকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

ঘটনার পর ঘাতক ট্রাক চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com