শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:৪২ অপরাহ্ন

কৌতিনহোর জোড়া গোলে ব্রাজিলের উরন্ত সূচনা

তরফ স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার হয়ে ধুঁকতে থাকা ফিলিপে কৌতিনিয়ো জ্বলে উঠলেন জাতীয় দলের জার্সিতে। তারকা এই মিডফিল্ডারের জোড়া গোলে কোপা আমেরিকায় দারুণ সূচনা পেয়েছে ব্রাজিল।

সাও পাওলোর মোরুম্বি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে উদ্বোধনী ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে টুর্নামেন্টের স্বাগতিকরা।

ফিফা র‌্যাঙ্কিংয়ের হিসেবে প্রতিযোগিতার সবচেয়ে দুর্বল দলটি রক্ষণাত্মক পরিকল্পনায় মাঠে নেমে প্রথমার্ধে ব্রাজিলকে আটকে রাখলেও বিরতির পর আর পারেনি। তিন মিনিটের ব্যবধানে দুবার জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় প্রতিযোগিতার আটবারের চ্যাম্পিয়নরা। আর শেষ দিকে দুর্দান্ত এক গোলে জয় নিশ্চিত করেন এভেরতন।

কোপা আমেরিকার ৪৬তম আসরে ব্রাজিল মাঠে নামে সাদা জামা পরে; প্রায় ৬০ বছর পর। জার্সির মতো খেলা দেখেও চেনা যায়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। চোট পাওয়া নেইমারের অনুপস্থিতিতে রবের্তো ফিরমিনোকে আক্রমণভাগে খেলান কোচ তিতে। আর আর্থারের জায়গায় নামান ফের্নান্দিনিয়োকে। রক্ষণাত্মক প্রতিপক্ষের বিপক্ষে প্রথমার্ধে খুব ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে অপেক্ষা শেষ হয় স্টেডিয়ামের প্রায় ৪৭ হাজার দর্শকের। স্পট কিকে দলকে এগিয়ে দেন কৌতিনিয়ো। প্রথমার্ধে দারুণ খেলা রিশার্লিসনের শটে বল বলিভিয়ার এক খেলোয়াড়ের হাতে বল লাগলে ভিএআর প্রযুক্তির সাহায্যে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

তিন মিনিট পর ডান দিক থেকে ফিরমিনোর দারুণ ক্রস ছোট ডি-বক্সে ফাঁকায় পেয়ে অনায়াসে দ্বিতীয় গোলটি করেন ২৭ বছর বয়সী কৌতিনিয়ো।

৮৫তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন খানিক আগেই বদলি নামা এভেরতন। বাঁ দিক দিয়ে বল পায়ে একজনকে কাটিয়ে কিছুটা এগিয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন দাভিদ নেরেসের বদলি নামা গ্রেমিওর এই ফরোয়ার্ড।

‘এ’ গ্রুপের এই ম্যাচে ব্রাজিলের গোলরক্ষক আলিসনকে তেমন কোনো পরীক্ষাতেই ফেলতে পারেনি ফিফা র‌্যাঙ্কিংয়ের ৬২তম দল বলিভিয়া।

ব্রাজিলের পরের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে; বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ছয়টায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com