মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৬ পূর্বাহ্ন

মারা গেলেন মিসরের সাবেক প্রেসিডেন্ট মোরসি

তরফ আন্তর্জাতিক ডেস্ক : মারা গেছেন মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসি। আদালতে এক শুনানীকালীন সময়ে ‘হার্ট অ্যাটাকে’ আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। সোমবার এ ঘটনা ঘটে। তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ছিল। এ খবর দিয়েছে আল জাজিরা ও দ্য জেরুজালেম পোস্ট।

খবরে বলা হয়, মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৭ বছর। জেরুজালেম পোস্ট জানিয়েছে, আদালতে বিচারকের কাছে কথা বলার অনুমতি চেয়েছিলেন মোরসি। তাকে অনুমতি দেয়া হয়েছিল।

২০১২ সালে গণতান্ত্রিকভাবে মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হন মোরসি। তবে ২০১৩ সালে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল সিসির নেতৃত্বাধীন এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়।

তার বিরুদ্ধে আনা হয় গুপ্তচরবৃত্তির অভিযোগ। তিনি মিসরে নিষিদ্ধ সংগঠন মুসলিম ব্রাদারহুডের সদস্য ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com