সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : রক্ষণশীলতার খোলস থেকে বেরিয়ে আসছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। একটু একটু করে তারা বিভিন্ন সেক্টরে সুযোগ করে দিচ্ছে নারীদের।
এরই ধারাবাহিকতায় প্রথমবারের মত নারী পাইলটকে বিমান চালানোর অনুমতি দিল সৌদি সরকার। বিমান চালানোর লাইসেন্স পাওয়ার ছয় বছর পর বাণিজ্যিক বিমান চালানোর অনুমতি পেলেন ইয়াসমিন আল মাইমানি নামের ওই পাইলট। শুরুতে তিনি নেসমা এয়ারলাইন্সের ফার্স্ট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন। এই এয়ারলাইন্সটি সৌদি ও মিসরের বিভিন্ন স্থানে ফ্লাইট পরিচালনা করে থাকে।
এদিকে এ অর্জনের পর ‘আল্লাহকে ধন্যবাদ, আজ আমার স্বপ্নপূরণ হয়েছে।’ লিখে ইনস্টাগ্রাম একটি ছবি পোস্ট করেছেন ইয়াসমিন।