মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন
আরিফুর রহমান স্বপন, লাকসাম, কুমিল্লা : লাকসাম পৌরশহরের পশ্চিমগাঁয়ে পানিতে ডুবে আবদুল্লাহ বোরহান (৫) ও আবদুল্লাহ রায়হান (৩)নামের দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ২০ জুন (বৃহস্পতিবার) দুপুরে পৌর এলাকার সোয়া ছয় আনি পাড়ার আহমদ মেস্তরির বাড়িতে এ লোমহর্ষক ঘটনা ঘটে।
নিহতরা সোয়া ছয় আনি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মাজহারুল ইসলামের ছেলে ও আবদুল্লাহ বোরহান লাকসাম আলআমিন ইন্সটিটিউটের ১ম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিমগাঁও সোয়া ছয় আনি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম জোহরের নামাজ পড়াতে মসজিদে যাওয়ার পর শিশুদের মা নাছরিন আক্তার ঘরে নামাজ পড়ছিলেন। এ সময় শিশু দু’টি ঘরের পাশে ডোবার পাড়ে যায়। এলাকাবাসী ধারণা করছেন, একজন ডোবায় পড়ে গেলে অন্যজন তুলতে গিয়ে সেও পানিতে ডুবে যায়। পরে লোকজন ডোবার পাড়ে শিশুদের জুতা দেখে পানিতে নেমে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুদের মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, হাফেজ মাওলানা মাজহারুল ইসলামের তিন ছেলের মধ্যে বড় ছেলে মোঃ ফারহান উদ্দিন (১২) গত দেড় মাস আগে মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়।তারও এখনো সন্ধান মেলেনি। তিন ছেলের শোকে মুহ্যমান ওই দম্পতি।