মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৭ পূর্বাহ্ন

তারকার চোখে বিশ্বকাপ : আমাদের দল এখন অনেক সমৃদ্ধ- তানিয়া

তরফ বিনোদন ডেস্ক : গেল কয়েকদিন আমার খুব ব্যস্ত সময় গেছে। তবুও এরমধ্যে খেলা দেখছি। ক্রিকেটের প্রতি সব মানুষের একটা উন্মাদনা কাজ করে। এরমধ্যে এবারের বিশ্বকাপে বাংলাদেশ যে খেলা দেখালো তাতেই ক্রিকেটপ্রেমীরা সন্তুষ্ট বলে আমি মনে করি। সাকিব আল হাসান সত্যিই আমাদের অহংকার। যে ম্যাচগুলো হয়েছে সেগুলোর দিকে তাকালে বোঝা যায় বাংলাদেশ দল এখন অনেক সমৃদ্ধ। যেকোনো খেলায় জয়-পরাজয় থাকে। পরাজয়কে মেনে নেবার শক্তি রাখতে হয়।

ক্রিকেটে বাংলাদেশ এখন বিশ্বের অনেক শক্তিশালী দলকে পরাজয়ের সামর্থ্য রাখে। সবার মতো আমিও স্বপ্ন দেখি, একদিন আমাদের এই ক্রিকেট দল বাংলাদেশের নাম আরো উজ্জ্বল করবে। আগামী ম্যাচগুলোতেও বাংলাদেশ ভালো কিছু করবে এই প্রত্যাশা করছি। তবে এবারের বিশ্বকাপে বৃষ্টির কারণে দর্শকরা ভালো ভাবে খেলা দেখার সুযোগ পাচ্ছে না। আজ নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের খেলা। দুটি দলের কে এগিয়ে থাকবে সেটি বলা যায় না। কারণ ক্রিকেট খেলায় কখনো কখনো শক্তিশালী দলেরও পারফরমেন্স খারাপ হয়ে যায়। যদি বিশেষ কোনো কাজ না থাকে তাহলে আজকের খেলাও দেখবো।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com