মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন
তরফ স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে ধারাবাহিক পারফরম্যান্সে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে ২২ গজে নিজেকে মেলে ধরেছেন আরেকবার। এ ম্যাচে বিশ্বসেরা এ অলরাউন্ডার করেছেন ৫১ রান।
আজ ব্যাট হাতে ৩৫ রান করেই বিশ্বকাপে এক হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন সাকিব।
২০০৭ বিশ্বকাপে সাকিবের পথচলা শুরু। নিজের প্রথম বিশ্বকাপে প্রথম ম্যাচেই সাকিব পেয়েছিলেন ফিফটি। এরপর ২০১১, ২০১৫ এবং চলতি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে সাকিব পেয়েছেন ফিফটির স্বাদ।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টানা চার ফিফটির রেকর্ড নেই অন্য কোনো ব্যাটসম্যানের। এবারের বিশ্বকাপের আগে সাকিব ২১ ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৪০ রান করেছিলেন। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরির স্বাদ পাওয়া সাকিব এখন পর্যন্ত বিশ্বকাপে তুলেছেন ৪৭৬ রান। আজ আরেকটি হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব।