শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৬ পূর্বাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা: মাধবপুরে গাঁজা সেবনের অপরাধে উত্তম রায় (২৫) নামে এক মাদক সেবীকে ১ বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মল্লিকা দে এ দন্ডাদেশ প্রদান করেন।
উত্তম রায় মাধবপুর পৌর শহরের গৌর রায়ের ছেলে।
এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, মঙ্গলবার দুপুরে মাধবপুর পৌর শহরের রায় পাড়া থেকে উত্তম রায়কে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম সহ আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমান আদালতে নেওয়া হলে এ দন্ডাদেশ দেওয়া হয়।