বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

বাহুবলে মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা : বাহুবলে মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হকের কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় আয়েশা হক বলেন, আপনারা বীর মুক্তিযোদ্ধাগণ দেশের শ্রেষ্ঠ সন্তান। আপানাদের আত্মত্যাগের ফলেই আজ আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। আমি আপনাদের সকল সুবিধা-অসুবিধায় পাশে থাকতে চাই। আপনারা ও আপনাদের পরিবারের খোঁজ খবর নিতে আমি বাড়ি বাড়ি যাব। উপজেলা প্রশাসনের বরাদ্দের সর্বোচ্চ সুবিধাটা আপনাদের জন্য থাকবে। পাশাপাশি সুন্দর বাহুবল গড়তে আপনাদেরকে পাশে পাব বলে বিশ্বাস রাখি।

নবাগত ইউ্‌এনও’র হাতে ক্রেষ্ট তুলে দিচ্ছেন মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দরা

এছাড়া সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার নুসরাত-ই-এলাহী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসহাক মিয়া, সহকারি কমান্ডার মোঃ আবুল হোসেন, মোঃ এনামুল হক, মনোরঞ্জন দেব, নায়েক মোঃ আবুল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়ব খাঁন, মোঃ আব্দুল­াহ মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হাজী ফিরোজ আলী, বীর মুক্তিযোদ্ধা ভগনেন্দ্র দেব, আব্দুল মন্নান, মোঃ হাছন আলী, আঃ গফুর, আবুল হাসিম, ইনছাব আলী, হাবিব উল্লা, আঃ হান্নান, সুরত আলী, আমির আলী, আঃ জলিল, আলম খাঁন প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com