শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনব্যাপী স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে শনিবার বিকালে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানে অতিথি শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব, অতিরিক্তি সিনিয়র পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো: আশরাফুজ্জামান ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: মহসিন।
এর আগে শনিবার সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের তৃতীয় তলার হল রুমে ইউএসএআইডি’র উজ্জীবন প্রকল্পের কারিগরী সহযোগিতায় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম এই কর্মশালার আয়োজন করে।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহযোগীতায় কর্মশালার সূচনা বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: ইদ্রিস আলীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএসএআইডি উজ্জীবন প্রকল্পের আউটরিচ ম্যানেজার এএইচএম ইকবাল, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান প্রমুখ।
কর্মশালায় প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান, আর এসএফ’র বাংলাদেশ সংবাদদাতা সালিম সামাদ, দৈনিক কালের কণ্ঠ’র সিনিয়র প্রতিবেদক পার্থ সারথি দাস, ডেইলি ওবজারভার এর সিনিয়র প্রতিবেদক খুরশীদ মহল শাপলা।
কর্মশালায় দুই জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের ৩৫ জন সাংবাদিক অংশ নেন।