শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের প্রথম নারী ধারাভাষ্যকার

তরফ স্পোর্টস ডেস্ক : সাথিরা জাকির জেসি। ২৬ নভেম্বর, ২০১১ সালে অভিষেক হয় বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের হয়ে। অলরাউন্ডার জেসি বিকেএসপিতে ছিলেন সাকিব আল হাসানের সাথে একই ব্যাচের ক্রিকেটার। এবার বাংলাদেশের প্রথম নারী ধারাভাষ্যকর হিসেবে আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য দিবেন জনপ্রিয় ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টসে।    

বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে ক্রিকেটের অনুষ্ঠান সঞ্চালনায় দেখা যায় জেসিকে। বাংলাদেশের সীমানা পেরিয়ে এবার জেসির অভিষেক হতে যাচ্ছে ভারতে। স্টার স্পোর্টসে ধারাভাষ্য দিতে মুম্বাইয়ের উদ্দেশে আজ বিকেলে ঢাকা ছেড়েছেন লালমনিরহাটের এই মেয়ে।

এর আগে স্টার স্পোর্টসে বাংলাদেশের অনেক পুরুষ ক্রিকেটার ধারাভাষ্য দিলেও নারী ক্রিকেটার এবারই প্রথম। জেসি শুধু বাংলাদেশ-ভারত ম্যাচই নয়, এরপর ৩ জুলাই ইংল্যান্ড-নিউজিল্যান্ড এবং ৪ জুলাই ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান ম্যাচেও ধারাভাষ্য দেবেন। স্টার স্পোর্টস ইংরেজির পাশাপাশি বাংলা, তামিলসহ বিভিন্ন ভাষায় ধারাভাষ্য চালু করেছে।

কদিন আগে হাবিবুল বাশার ছিলেন স্টার স্পোর্টসের বাংলা ধারাভাষ্য কক্ষে। এবার উড়াল দিলেন জেসি। ক্রিকেটের পাশাপাশি ধারাভাষ্যে সফল হবার জন্যও দেশ ছাড়ার আগে জেসি দোয়া চেয়েছেন দেশের মানুষের কাছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com