মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:৪৮ অপরাহ্ন
হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের লাখাই উপজেলায় ট্রাকের চাপায় আশিক আহমেদ চৌধুরী (২৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২১ নভেম্বর) রাতে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলা বামৈ ইউনিয়নের কাটিহারা গ্রামের মিলন চৌধুরীর ছেলে এবং ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, আশিক আহমেদ মোটরসাইকেলে করে লাখাই থেকে মুড়াকরি যাচ্ছিলেন। পথে ফুলবাড়িয়া নামক স্থানে সামনে থাকা আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ ট্রাকের নিচে ঢুকে যান। এতে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।