শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবল হাসপাতালের নতুন ব্যবস্থাপনা কমিটি প্রথম সভা বাহুবলে উপজেলা পরিষদ নির্বাচনের বাছাইয়ে দুই প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল শিশুদের বিবাদের জেরে আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩৫ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর কেএনএফের প্রধান সমন্বয়ক বান্দরবানের বাসা থেকে গ্রেপ্তার ফেনীতে ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত ৬ ফিলিস্তিনি শিশু দিবস: গাজায় প্রতি ঘণ্টায় মরছে ৪ শিশু বাহুবলে বাংলা নববর্ষ ও ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা বাহুবল মডেল প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হবিগঞ্জের ৪ আসনে আ.লীগ, বিএনপি ও জাপা’র অর্ধশত নেতা দলীয় মনোনয়ন দৌঁড়ে

বিশেষ প্রতিবেদক : হবিগঞ্জ জেলার ৪টি আসনে অর্ধ শতাধিক নেতা এবার আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির দলীয় মনোনয়ন দৌঁড়ে নেমেছেন। শেষ পর্যন্ত কে কোন আসনে “দলীয় মনোনয়ন” নামের মহামূল্যবান পুরষ্কারটি পাবেন- তা কেউ জানেন না। তবে এ নিয়ে জল্পনা-কল্পনা চলছে সর্বত্র। চায়ের দোকান থেকে ঘরোয়া আড্ডা; সর্বত্র একই আলোচনা, কে হচ্ছেন কোন দলের চূড়ান্ত প্রার্থী।
এ পর্যন্ত প্রাপ্ত তথ্য আসনওয়ারী দলীয় মনোনয়নপত্র সংগ্রহকারী নেতারা হলেন-হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) :
আওয়ামীলীগ- সংরক্ষিত সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ মিল্লাদ গাজী, জেলা তাঁতীলীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী ও যুবলীগের কেন্দ্রীয় নেতা মুকিত চৌধুরী।
বিএনপি- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট খালিকুজ্জামান চৌধুরীর সহ-ধর্মীনি জেলা বিএনপি নেত্রী এডভোকেট রুখসানা জামান চৌধুরী। এ আসনের অন্যতম সম্ভাব্য প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়াও দলীয় মনোনয়ন ক্রয় করবেন বলে জানা গেছে।
জাতীয় পার্টি- কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরী কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্জ আতিকুর রহমান আতিক।হবিগঞ্জ-২ (বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ) :
আওয়ামীলীগ- হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান, বানিয়াচঙ্গ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আমির হোসেন মাস্টার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শিশু ও পরিবার কল্যাণ সম্পাদক এডভোকেট মাহফুজা বেগম সাঈদা, হবিগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি হুমায়ূন কবীর রেজা, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট চৌধুরী আবু বক্কর সিদ্দিকী, সাবেক এমপি মরহুম এডভোকেট শরীফ উদ্দিন আহমেদের পুত্র কেন্দ্রীয় আওয়ামীলীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, জাতীয় সংসদের সাবেক আইন কর্মকর্তা ও সুপ্রীমকোর্ট শাখা বঙ্গবন্ধু আওয়ামীলীগ আইনজীবী পরিষদের সদস্য ব্যারিস্টার এনামুল হক, কেন্দ্রীয় আওয়ামীলীগের অর্থ উপ-কমিটির সদস্য মাছুম বিল্লাহ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নওশদ উদ্দিন সুজন, আওয়ামীলীগ নেতা এডভোকেট আবুল কালাম আজাদ।
বিএনপি- কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, জাসাস ঢাকা মহানগরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ফারুকী, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসাইন ও সাবেক এমপি এডভোকেট মরহুম জনাব আলী’র পুত্র বিএনপি নেতা এডভোকেট তকদির মোহাম্মদ বেনজীর জনাব।
জাতীয় পার্টি- হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল, নবাগত জাপা নেতা এডভোকেট খায়রুল আলম।

হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ) :
আওয়ামীলীগ- জেলা আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, স্পেশাল পিপি এডভোকেট আবুল হাশেম মোল্লা মাসুম, ইংল্যান্ড প্রবাসী আওয়ামীলীগ নেতা সুশান্ত দাস গুপ্ত, লাখাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাহফুজুল আলম মাহফুজ, আওয়ামী প্রজন্মলীগের কেন্দ্রীয় নেতা হারুনুর রশিদ ও ব্যারিস্টার রুহুল আমীন মোল্লা।
বিএনপি- জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ডা. আহমদুর রহমান আবদাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট এনামুল হক সেলিম। এছাড়া এ আসনের অন্যতম প্রার্থী জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্জ জিকে গউছও দলীয় মনোনয়নপত্র ক্রয় করবেন বলে জানা গেছে।
জাতীয় পার্টি- কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্জ আতিকুর রহমান আতিক ও জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী এমএ মুমিন চৌধুরী বুলবুল।

হবিগঞ্জ- ৪ (মাধবপুর-চুনারুঘাট) :
আওয়ামীলীগ- বর্তমান সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন, প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ তনয় নিজামুল হক রানা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা শাহ মোঃ মুসলিম, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট এম আকবর হোসাইন জিতু, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবু তাহের, কেন্দ্রীয় আওয়ামীলীগ উপ-কমিটির সদস্য এডভোকেট দেওয়ান মারুফ সিদ্দিকী, শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মুনির ও প্রকৌশলী আরিফুল হাই রাজিব।
বিএনপি- জেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল, সাবেক এমপি শাম্মী আক্তার শিপা, হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট আমিনুল ইসলাম।
জাতীয় পার্টি- জাতীয় যুবসংহতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আহাদ ইউ চৌধুরী শাহীন ও উপজেলা যুবসংহতির সহ-সভাপতি ফকির কাউছার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com