সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবল সানশাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত বাহুবল নিউ ভিশন কেজি এন্ড মডেল হাই স্কুলে চাকুরির বিজ্ঞপ্তি পাগলা কুকুরের তান্ডব, শিশু কিশোর যুবক যুবতিসহ আহত ২০ কুয়েত, বাহরাইন, আমিরাতের আকাশপথ আবার সচল যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই ইসরায়েলে ইরানের ‘ক্ষেপণাস্ত্র বৃষ্টি’, নিহত ৩ ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ চার দেশের বাহুবলে প্রান্তিক জনগোষ্ঠী মাঝে ফ্রী চিকিৎসা সেবা দিলেন ডাঃ শারমিন আক্তার বাহুবলে অপহরণ করে কিশোরীকে রাতভর ধর্ষণ : শালা-দুলাভাই গ্রেফতার গভীর রাতে টিলাধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু শেখ হাসিনার বিচার ট্রাইবুনাল থেকে সরাসরি সম্প্রচার হবে রবিবার

জনপ্রতিনিধির বাড়ি থেকে বিপুল পরিমানের দেশীয় অস্ত্র উদ্ধার

বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা :  বানিয়াচং উপজেলা সদরের ২নং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়ারিশ উদ্দিন খানের বাড়ি থেকে দেশীয় অস্ত্র টেঁটা-ফিকল উদ্ধার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (২৮ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে চেয়ারম্যানের নিজস্ব বাসভবন কুতুবখানীর বাড়িতে পুলিশ ও বিজিবি যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় তার বৈঠকখানা থেকে বিপুল পরিমানের দেশীয় অস্ত্র টেঁটা-ফিকল উদ্ধার করেন যৌথ বাহিনী।

এ বিষয়ে বানিয়াচং থানার সেকেন্ড অফিসার হুমায়ূন কবির জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা করার জন্য দেশীয় অস্ত্র মজুদ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। দেশীয় অস্ত্র উদ্ধার করার জন্য ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিনের বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৫০টি টেঁটা ফিকল ও লাঠিসোটা উদ্ধার করে যৌথবাহিনী।

নাশকতা এড়াতে আরও বিভিন্ন স্থানে যৌথবাহিনী বিশেষ অভিযান চলবে বলেও জানান তিনি।

দেশীয় অস্ত্র উদ্ধার বিষয়টি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খানের কাছে জানতে চাইলে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com