সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবল সানশাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত বাহুবল নিউ ভিশন কেজি এন্ড মডেল হাই স্কুলে চাকুরির বিজ্ঞপ্তি পাগলা কুকুরের তান্ডব, শিশু কিশোর যুবক যুবতিসহ আহত ২০ কুয়েত, বাহরাইন, আমিরাতের আকাশপথ আবার সচল যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই ইসরায়েলে ইরানের ‘ক্ষেপণাস্ত্র বৃষ্টি’, নিহত ৩ ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ চার দেশের বাহুবলে প্রান্তিক জনগোষ্ঠী মাঝে ফ্রী চিকিৎসা সেবা দিলেন ডাঃ শারমিন আক্তার বাহুবলে অপহরণ করে কিশোরীকে রাতভর ধর্ষণ : শালা-দুলাভাই গ্রেফতার গভীর রাতে টিলাধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু শেখ হাসিনার বিচার ট্রাইবুনাল থেকে সরাসরি সম্প্রচার হবে রবিবার

নবীগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পুলিশের সাথে দুই মাদক ব্যবসায়ী

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা :  নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ  সাহেন মিয়া (৩২) ও সামসুদ্দিন চৌধুরী তামিম (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কসবা গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত সাহেন দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের আনাই উল্লার পুত্র ও তামিম সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ঘাটিয়া গ্রামের আব্দুল ছাত্তারের পুত্র।

পুলিশ জানায়, সামসুদ্দিন চৌধুরী তামিম দীর্ঘদিন যাবত ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের নানা আলেক উদ্দিনের বাড়ীতে বসবাস করে আসছিলো। শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছদ্দি খাঁন এর নেতৃত্বে এসআই এমরান হোসেন, এএসআই রুবেল হোসেন, এএসআই অনিকসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করে কসবা গ্রাম থেকে সাহেন মিয়া ও তামিমকে গ্রেফতার করা হয়।

এসময় সাহেন মিয়ার কাছ থেকে ৬৬ পিছ ও তামিমের কাছ থেকে ৬ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

পুলিশ পরিদর্শক সামছদ্দি খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত সাহেন ইয়াবার গড ফাদার। ইতিপূর্বে তাকে ১শ’পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছিলো। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন,  মাদকের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবেনা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com