মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

হবিগঞ্জে ৮ চেয়ারম্যান প্রার্থীসহ ৩৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের ৮টি উপজেলায় ৮ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৩৪ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী ১৮ এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৮ জন।

সবচেয়ে বেশি জামানত হারানো চেয়ারম্যান প্রার্থী নবীগঞ্জে। এ উপজেলায় ৪ জন চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন। আর ভাইস চেয়ারম্যান পদে একমাত্র বিজয়ী প্রার্থী ছাড়া বাকি ৮ জনই জামানত হারিয়েছেন। তবে সদর উপজেলায় কোনো প্রার্থী জামানত হারাননি।

বিভিন্ন উপজেলায় চেয়ারম্যান পদে যারা জামানত হারিয়েছেন তারা হচ্ছেন চুনারুঘাটে স্বতন্ত্র প্রভাষক আবদুল করিম ও ইসলামী ঐক্যজোট প্রার্থী আজিজুর রহমান, লাখাইয়ে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী রফিক আহমেদ, বানিয়াচংয়ে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, নবীগঞ্জে স্বতন্ত্র গাজী খালেদা ছরওয়ার, স্বতন্ত্র প্রার্থী আবদুল হাই, ইসলামী ঐক্যজোট প্রার্থী মাওলানা আবু ছালেহ ও জাতীয় পার্টি প্রার্থী হায়দর মিয়া।

ভাইস চেয়ারম্যান পদে যারা জামানত হারিয়েছেন তারা হচ্ছেন আজমিরীগঞ্জে আবদুল জলিল, শাহ বাহার উদ্দিন, মনিরুজ্জামান মনু, অসীম চৌধুরী সাগর, জাহিদ হাসান জীবন, হিরেন্দ্র পুরকায়স্থ, নাজমুল হাসান, হিফজুর রহমান, বাহুবলে শশাংক রঞ্জন, সাবেক ভাইস চেয়ারম্যান মো. তারা মিয়া, এসএম শফিকুল ইসলাম তালুকদার, ফিরোজ আলী মিয়া, নিহার রঞ্জন দেব, বানিয়াচংয়ে আবু আশরাফ চৌধুরী বাবু, মন্টু লাল দাশ, হাজী আবেদুল ইসলাম, নবীগঞ্জে মোস্তাক আহমদ ফোরকানী, জাতীয় পার্টি প্রার্থী মুরাদ আহমদ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামানত হারানো প্রার্থীরা হচ্ছেন আজমিরীগঞ্জে আলিমা খাতুন, মাধবপুরে নাজমা পাঠান, মরিয়ম বেগম বাবুনী, চুনারুঘাটে শাহেনা আক্তার চৌধুরী, বাহুবলে জ্যোৎস্না আক্তার, লাখাইয়ে মোছা. ফয়েজুন্নেছা বেগম, হেনা আক্তার, নবীগঞ্জে সাজেদা মজিদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com