বুধবার, ০৭ জুন ২০২৩, ০৪:৪৩ পূর্বাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ওই কলেজছাত্রের এক বন্ধু গুরুতর আহত হয়েছে। তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের তিমিরপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত কলেজছাত্রের নাম অনিক দত্ত (২১)। সে উপজেলার মুরাদপুর গ্রামের পল্লী চিকিৎসক অলক দত্তের পুত্র। সে নবীগঞ্জ কলেজের ডিগ্রি ৩য় বর্ষে ছাত্র।
নবীগঞ্জ থানার অফিসার ইনচর্জ ইকবাল হোসেন জানান-মঙ্গলবার বিকেলে অনিক ও তার বন্ধু শুভ দাস (২০) হবিগঞ্জ থেকে নবীগঞ্জ আসছিলো। এ সময় তিমিরপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অনিক ও তার বন্ধু শুভ গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অনিক মারা যায়।
আহত শুভ দাস একই গ্রামের সুধাংশু দাসের ছেলে।