সোমবার, ১২ মে ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা : কমলগঞ্জ উপজেলার ভানুগাছ স্টেশনের বালিগাঁও এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (৭ জুন) সকালে বালিগাওঁয়ে রেলওয়ের ১৮২ নম্বর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল জিআরপি থানার ভারপ্রাপ্ত উপ-পরিদর্শক মো.আলিম উদ্দীন এতথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, জালালাবাদ ট্রেনের ধাক্কায় ব্রিজের নিচে পানিতে পড়ে গিয়ে ওই নারী নিহত হয়েছেন। তবে তার পরিচয় পাওয়া যায়নি।’ তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’