শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবল হাসপাতালের নতুন ব্যবস্থাপনা কমিটি প্রথম সভা বাহুবলে উপজেলা পরিষদ নির্বাচনের বাছাইয়ে দুই প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল শিশুদের বিবাদের জেরে আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩৫ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর কেএনএফের প্রধান সমন্বয়ক বান্দরবানের বাসা থেকে গ্রেপ্তার ফেনীতে ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত ৬ ফিলিস্তিনি শিশু দিবস: গাজায় প্রতি ঘণ্টায় মরছে ৪ শিশু বাহুবলে বাংলা নববর্ষ ও ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা বাহুবল মডেল প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কমিউনিটি ক্লিনিকে সেবার মান বৃদ্ধির লক্ষ‍্যে লাকসামে ইন্টারফেইস সভা অনুষ্ঠিত

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি: কমিউনিটি ক্লিনিকে সেবার মান বৃদ্ধির লক্ষ‍্যে কুমিল্লার লাকসাম উপজেলার বাকই দক্ষিন ইউনিয়নের কোয়ার কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গন মাঠে লাকসাম এপি-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় বুধবার দুপুরে কোয়ার সিভিএ কোর কমিটির আয়োজনে ইন্টারফেইস সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপন্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম সাইফুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজিয়া বিনতে আলম, ইউপি চেয়ারম্যন মোঃ আব্দুল আউয়াল, লাকসাম এপি-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার শ্যামল ফ্রান্সিস রোজারিও।

অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন কোয়ার সিভিএ কোর কামটির সভাপতি রাই হরণ ঘোষ, লাকসাম এপি-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রোগ্রাম অফিসার মানিক লাল সরকার, মোঃ মহসীন খান।

এছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, সরকারী কর্মকর্তা, সিভিএ গ্রুপ সদস‍্য, এনজিও কর্মকর্তা এবং ইউনিয়ন ওয়ার্ড মেম্বার উপস্থিত ছিলেন।
সভায় সিভিএ কোর কমিটি কর্তৃক প্রণীত কোয়ার কমিউনিটি ক্লিনিকে বর্তমান সেবার মানের স্কোরকার্ড এবং সরকারী নীতিমালা মোতাবেক ক্লিনিকে সেবার মানে যে ঘাটতি রয়েছে তা উপস্থাপন করা হয়। সেই সাথে সেবার মান বৃদ্ধির লক্ষ‍্যে অগ্রাধিকার ভিত্তিতে নিন্মোক্ত বিষয়গুলোর উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।

স্কোরকার্ড সমীক্ষা হতে প্রাপ্ত কমিউনিটি ক্লিনিকের সমস্যাগুলোর মধ্য হতে প্রধান সমস্যাগুলো নির্ধারণ করা হয় এবং সমস্যাগুলো সমাধানের জন্য একটি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ‍্যে নিরাপদ পায়খানা ব্যবস্থা, গর্ভবতী ও প্রসব পরবর্তী সেবা ও শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, নিয়মিত স্বাস্থ্য কর্মীর উপস্থিতি, পর্যাপ্ত পরিমাণে ঔষধ সরবরাহ নিশ্চিত করা, রোগীদের বসার জন্য রুমের ব্যবস্থা করা, কমিউনিটি ক্লিনিকের ভবন সংস্করন, নিরাপত্তা বেষ্টনী তৈরী, সক্রিয় ব্যবস্থাপনা গঠন এবং কমিউনিটি ক্লিনিকের ব্যাংক তহবিল বৃদ্ধি করণ।

এই বিষয় গুলো নিয়ে আগামী বছরগুলোতে লাকসাম উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং সিভিএ কোর কমিটি যৌথ পরিকল্পনার মাধ‍্যমে কাজ করার মত প্রকাশ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com