শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবল হাসপাতালের নতুন ব্যবস্থাপনা কমিটি প্রথম সভা বাহুবলে উপজেলা পরিষদ নির্বাচনের বাছাইয়ে দুই প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল শিশুদের বিবাদের জেরে আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩৫ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর কেএনএফের প্রধান সমন্বয়ক বান্দরবানের বাসা থেকে গ্রেপ্তার ফেনীতে ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত ৬ ফিলিস্তিনি শিশু দিবস: গাজায় প্রতি ঘণ্টায় মরছে ৪ শিশু বাহুবলে বাংলা নববর্ষ ও ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা বাহুবল মডেল প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রিপা আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার (১০ মে) বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট রেললাইনের উপজেলার সাটিয়াজুরী রেলস্টেশনের কাছে এ ঘটনাটি ঘটে।

নিহত কলেজছাত্রী বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের মৃত কুদরত আলীর মেয়ে এবং আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে রিপা কলেজ থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট রেললাইনের উপজেলার সাটিয়াজুরী রেলস্টেশনের কাছে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসে নামে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা রুবেল মিয়া নামে এক ব্যাক্তি জানান, ঘটনার সময় সে কলেজের ক্লাস শেষ করে বাড়ি ফিরছিল। শরীরে কলেজের ড্রেস পড়া অবস্থায় হাতে বই ব্যাগ নিয়ে সে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। খবর পেয়ে রিপার পরিবার তড়িগড়ি করে ক্ষত বিক্ষত মরদেহ বস্তায় ভরে বাড়িতে নিয়ে গেছে।

রিপার চাচাত ভাই ফজল মিয়া জানান, সে মানষিক রোগী ছিল, বিভিন্ন সময় মাথা গরম হয়ে উঠত তার। একই কথা বলেন স্থানীয় ইউপি মেম্বার কদ্দুছ আলী।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাদশা আলম জানান, এমন ঘটনার সংবাদ পাইনি সাংবাদিকদের মাধ্যমে শুনেছি। ধারণা করা হচ্ছে ঢাকাগামী জয়েন্তিকা ট্রেনের সময় এঘটনা ঘটতে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com