বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

শ্রীমঙ্গলে বিপুল পরিমান চোলাই মদ ও সরঞ্জাম উদ্ধার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল কালিঘাট চা বাগান থেকে বিপুল পরিমান চোলাই মদ ও মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল রানার নেতৃত্বে এসআই রাব্বিসহ অন্যান্য অফিসারদের নিয়ে অভিযান চালিয়ে চোলাই মদ ও মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় পুলিশী অভিযানের খবর টের পেয়ে মদ তৈরীর কারিগররা পালিয়ে যায়।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল রানা জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিঘাট ইউনিয়নের কালিঘাট চা বাগানের লেবার লাইনের পাশাপাশি (নাচ ঘরের পাশে) লালন চাষা, রঞ্জিত ভৌমিজ ও সস্তোষ তাঁতী’র বসত ঘরে অভিযান চালানো হয়। এসময় তারা পুলিশী অভিযানের খবর টের পালিয়ে যায়।

পরে পুলিশ তিন ঘরের বিভিন্ন কক্ষে তল্লাসী করে বিপুল পরিমান তৈরী চোলাই মদ ও মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের পরিমান প্রায় সাড়ে ৭শ লিটার।

তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হবে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com