রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৪ অপরাহ্ন

হবিগঞ্জ হাসপাতালে ২০ ডাক্তারের মধ্যে ৫ জনকে পেল দুদক

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে অভিযান চালিয়েছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় হাসপাতালে কর্মরত ২০জন চিকিৎসকের মধ্যে মাত্র ৫ জনকে উপস্থিত পান দুদক কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৩১ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন দুদক হবিগঞ্জ কার্যালয়ের সহকারি পরিচালক মো. এরশাদের নেতৃত্বে একদল কর্মকর্তা।

দুদক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্টাফরা নিয়মিত উপস্থিত থাকেন না। আবার হাসপাতালে উপস্থিত থাকলেও নিজে বিশ্রাম নিয়ে ইন্টার্র্নিদের দিয়ে চিকিৎসা প্রদান করেন ডাক্তাররা। এমন অভিযোগ পায় দুদক। এরই প্রেক্ষিতে অনেকবার দুদক কর্মকর্তারা কৌশলে সাদা পোষাকে হাসপাতাল পরিদর্শন করেন। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার সদর হাসপাতালে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় হাসপাতালে কর্মরত ২০ জন চিকিৎসকের মধ্যে মাত্র ৫ জন চিকিৎসককে উপস্থিত পান দুদক কর্মকর্তারা। তাও আবার তাদেরকে নিজ কক্ষে পাওয়া যায়নি বলে জানান সংশ্লিষ্টরা। দুদকের অভিযানের খবর পেয়ে বিভিন্ন স্থান থেকে হাসপাতালে হাজির হন চিকিৎসকরা। এ সময় দুদক তাদের কাছে উপস্থিতির বিষয়ে জানতে চাইলে নামাজসহ বিভিন্ন অজুহাত দেখান তারা।

এ ব্যাপারে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) হবিগঞ্জ কার্যালয়ের সহকারি পরিচালক মো. এরশাদ বলেন, বেশ কয়েকদিন ধরে দুদক কর্মকর্তারা বিভিন্ন কৌশলে হবিগঞ্জ সদর হাসপাতালের বিভিন্ন অভিযোগের বিষয়ে পর্যবেক্ষণ করে আসছিলেন। তখন ডাক্তার ও স্টাফদের অনুপস্থিতিসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। তাই আজ এই অভিযান চালানো হয়েছে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com