মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে ২ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১টায় বাহুবল অফিসার্স ক্লাবে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান।
উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) খ্রিষ্টফার হিমেল রিছিল, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, একাডেমিক সুপারভাইজার সুহেল রানা প্রমুখ।