শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : ওমান থেকে দেশে ফিরে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষ করার দুদিনের মাথায় ৪৯ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার জালালপুরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
জেলা সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন আহমদ বলেন, তিনি গত ১৭ মার্চ দেশে আসেন। গত ৩১ মার্চ তার ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষ হয়। গতকাল রাতে তিনি পেটে ব্যথা অনুভব করেন। আজ সকাল ৭টার দিকে একজন পল্লী চিকিৎসক তাকে বাড়ি গিয়ে চিকিৎসা দিয়ে আসেন। এরপর সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
করোনাভাইরাসের স্বাভাবিক উপসর্গ যেমন জ্বর, সর্দি, কাশি বা শ্বাসকষ্ট তার ছিল না। তবুও বিদেশফেরত হওয়ায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে প্রশাসন তার দাফন সম্পন্ন করবে— বলেন শামস উদ্দিন আহমদ।