বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের এক চিকিৎসকের শরীরে করোনা ভাইরাস কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। তিনি আজও দায়িত্ব পালনে হাসপাতালে এসেছিলেন।
এর আগে তার বাসার কাজের মহিলার স্বামীর শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। তার বাড়ি জেলার রাজনগরে। পরে ওই চিকিৎসক করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।
গত মাসের ২৫ তারিখ এই চিকিৎসকের নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়। সেখান থেকে রোববার দুপুরে ফোনের মাধ্যমে জানানো হয় তিনি করোনা পজেটিভ।
বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফয়ছল জামান। এ ঘটনার পর থেকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীর শরীর থেকে নমুনা নেয়া হচ্ছে।
এদিকে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ জনে। পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তে পুলিশ সদস্য বেশী।
উল্লেখ্য করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট ৩ জন মারা যান। এর মধ্যে রাজনগরে ১ জন, জেলা সদরের ১ জন ঢাকায় মারা যান ও সর্বশেষ কমলগঞ্জে ১ জন মারা যান। করোনা উপসর্গ নিয়ে মারা যান ৭ জন।