শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৩৭ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজা) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডের বাস স্ট্যান্ডে বৃহস্পতিবার (৪জুন) বিকেল সাড়ে ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার একজন লোক হঠাৎ করে মৃত্যু বরণ করেছেন।
ঘটনাস্থল থেকে প্রাথমিক ভাবে শ্রীমঙ্গল স্বর্ণব্যবসায়ী সমিতির সভাপতি রতিশ দেব জানান, মৃতব্যক্তি একজন স্বর্ণব্যবসায়ী তার নাম রঘু দেবনাথ তার বাড়ি ব্রাম্মনবাড়িয়া জেলায়। সে শ্রীমঙ্গলে সোনার দোকানে রুপার চেইন বানিয়ে পাইকারি বিক্রি করত। আজ সে ব্যবসার উদ্যেশ্যে শ্রীমঙ্গলে আসে । বাড়ি ফিরতে সে শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডের একটি বাসকাউন্টারে আসে । ঐ বাসকাউন্টারে ব্রেঞ্চে বসা অবস্থায় হঠাৎ করে বুকের ব্যথায় চটপট করতে থাকে। করোনা আতংঙ্কে কেউ তার কাছে আসেনি। অল্পসময়ের মধ্যেই সে মৃত্যুর কোলে টলেপড়ে। পরে খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ আসে।
এ রিপোট লিখা পর্যন্ত তার লাশ উদ্ধারের প্রস্তুতি চলছিল। ঘটনাস্থলে উপস্থিত সহকারি কশিনার মাহমুদুল হক (মামুন), শ্রীমঙ্গল ৩নং ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল রায়, যুবলীগ নেতা আবুতালেব বাদসা,শ্রীমঙ্গল স্বর্ণব্যবসায়ী সমিতির সভাপতি রতিশ দেব ও শ্রীমঙ্গল থানার পুলিশ সদস্যরা। তাৎক্ষনিক ভাবে জানা যায়নি মুত্যুর কারণ। মৃতদেহ উদ্ধারের পর পরিক্ষা করে জানা যাবে তার মৃত্যু কি কারণে হয়েছে।