শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

শ্রীমঙ্গলে চা শ্রমিক ও কমলগঞ্জে মসজিদে আর্থিক সহায়তা প্রদান

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ও কমলগঞ্জ উপজেলায় চা শ্রমিক ও মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এককালীন আর্থিক অনুদানের নগদ অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। চা শ্রমিকের মাঝে ৩০লক্ষ ৫ হাজার টাকা বিতরণ করেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ শমশেরনগর ইউনিয়নে চা বাগান শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এককালীন আর্থিক অনুদানের নগদ অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ জুন) শমশেরনগর চা বাগান, কানিহাটি চা বাগান, দেওছড়া চা বাগান, বাঘীছড়া চা বাগান, সুনছড়া চা বাগান, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় কালীঘাট ইউনিয়ন পরিষদের অন্তরগত ৯টি চা বাগানের ৬০১ জন চা বাগান শ্রমিকদের মাঝে ৫ হাজার টাকা করে মোট ৩০ লক্ষ ৫ হাজার নগদ অর্থ চেক বিতরন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। অপরদিকে ৪৩৩ টি মসজিদে ২১ লক্ষ ৬৫ হাজার টাকা বিতরণ করেন।

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমন পরিস্থিতিতে কমলগঞ্জ উপজেলার ৪৩৩ টি মসজিদ সমূহে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

আরো উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বৃন্দ, থানা অফিসার ইনচার্জ, কমলগঞ্জ পৌর মেয়র, সাবেক বিআরডিবির চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, শ্রীসঙ্গল সদর ইউনিয়ন চেয়ারম্যান।
জেলা পরিষদ অডিটোরিয়াম ও মাল্টিপারপাস হল, কমলগঞ্জে এ সহায়তা দেওয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com