শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারেরর শ্রীমঙ্গলে ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর নির্মম মৃত্যু হয়েছে । এসময় তাঁর আড়াই বছর বয়সী শিশু সন্তানের শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে মারান্তক আহত হয়েছে।
মঙ্গলবার (৯জুন) দুপুর ১টা ১০মিনিটের সময় শ্রীমঙ্গলে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাডীকা এক্সপ্রেস ট্রেনটি রেলষ্টেশনের ওভার ব্রিজের কাছে রেললাইন পারাপারের সময় ঐ নারী রেলে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়রা জানান। এসময় তাঁর সাথে থাকা শিশুটি মারাত্মকভাবে আহত হয়। শিশুটির একটি পা রেলে কাটা পড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার এসআই সবুজ মল্লিক জানান, মারা যাওয়া নারীর নাম উজ্জ্বলা রানী দাশ (৩০) আহত শিশুর নাম দেব দাশ আড়াই বছর বয়স। নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। আহত শিশুকে প্রথমে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে পরে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়, পরে তার অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়।
নিহত উজ্জ্বলা রানী দাশ মৌলভীবাজারের রাজনগর উপজেলার বড়গাও গ্রামের রাজ চন্দ্র দাশের মেয়ে বলে তিনি নিশ্চিত করেন। এ ব্যপারে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের হবে বলে জানান এসআই সবুজ মল্লিক।