রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বাহুবলে বৈদেশিক কর্মসংস্থানে সচেতনতা শীর্ষক সেমিনার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবলে রৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুর ১২ টায় বাহুবল উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নূর।

উপস্থিত ছিলেন প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার রিংকু দাস ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রব, অধ্যক্ষ, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ও সাংবাদিকবৃন্দ।

সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “শিক্ষকরা হলেন সমাজের দর্পন। আপনারা সমাজের সর্বস্তরের মানুষের কাছে এই বার্তাটি পৌছে দিবেন কেউ বিদেশ যেতে চাইলে প্রশাসনকে অবহিত করে যথাযথ প্রক্রিয়ায় মাধ্যমে যাওয়ার জন্য। কারণ বর্তমানে দালাল চক্রের মাধ্যমে অনেকে বিদেশ গিয়ে নিঃস্ব হয়ে পড়ে। দালালচক্রের মাধ্যমে কেউ যাতে বিদেশ না যায় এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থাপন মন্ত্রণালয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com