মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

লাকসাম পৌরসভার ১শ’ ৮৭ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার টাকার বাজেট ঘোষণা

কোহিনুর প্রীতি, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার লাকসামে রোববার দুপুরে লাকসাম পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের ১’শ ৮৭ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ৪’শ ৩১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর কার্যালয়ের হল রুমে মেয়র অধ্যাপক আবুল খায়ের ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বাজেট ঘোষণ করেন।

এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ মোঃ বাহার উদ্দিন, প্যানেল মেয়র-২ আবদুল আলীম দিদার, পৌর সচিব মোঃ আলাউদ্দিন, নির্বাহী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন আহম্মেদ, কাউন্সিলর আফতাব উল্যাহ চৌধুরী ঝন্টু, শাহজাহান মজুমদার, খলিলুর রহমান, মোহাম্মদ উল্যাহ, ওমর আহমেদ, গোলাম কিবরিয়া সুমন, মহিলা কাউন্সিলর মোশফিকা আলম মিতা, নাছিমা সুলতানা,সালমা আক্তার সুমি, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ আখতার হোসেন, পৌর প্রধান সহকারী আবুল খায়ের।

বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ১শ ৮৭ কোটি ৩০ লক্ষ ৩৮ হাজার ৪৩১ টাকা এবং মোট ব্যায় ধরা হয়েছে ১’শ ৮৫ কোটি ৮৩ লক্ষ ৩০ হাজার টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ১ কোটি ৪৭ লক্ষ ৮ হাজার ৪ ’শ ৩১ টাকা।

বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২২ কোটি ৬৮ লাখ ৩৮ হাজার ৪৩১ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ৮২ লাখ ১০ হাজার টাকা।

সরকার ও বিভিন্ন প্রকল্প খাতে উন্নয়ন আয় ১’শ ৬৩ কোটি টাকা এবং ব্যয় ১’শ ৬২ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা ধরা হয়েছে।

এ সময় বাজেট পর্যালোচনায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেয়র অধ্যাপক আবুল খায়ের।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com