রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক থেকে ওয়াকআউটের পর সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছেন জাতীয় ঐক্যফ্রন্টের সিনিয়র নেতারা। সন্ধ্যা ৬ টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক ডাকা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে নির্বাচন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও করণীয় ঠিক করা হবে।
জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকের পর বিএনপির সিনিয়র নেতারা ছাড়াও ২০ দলের বৈঠক হবে। এর আগে দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে করতে যান। বৈঠকের একপর্যায়ে ঐক্যফ্রন্ট নেতারা সভা থেকে ওয়াকআউট করেন। ঐক্যফ্রন্টের নেতারা বেশ কিছু অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে যান।
তথ্য সূত্র : মানবজমিন