মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

চুনারুঘাটের গুইবিল সীমান্তে গাঁজাসহ যুবক আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা পশ্চিম হাফটার হাওর নামক স্থানে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও মোটরবাইক সহ সাব্বির আহমেদ (২০) নামের একজনকে আটক করেছে বিজিবি।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউন্নবী চৌধুরী জানান, ২০ নভেম্বর বেলা ২ টার সময় সীমান্তবর্তী এলাকা হাফটার হাওর সীমান্ত মেইন পিলার ১৯৬৯/৬ এস হতে তিন কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে অভিযান চালান বিজিবি ৫৫ ব্যাটালিয়ন গুইবিল বিওপির নায়েক মোহাম্মদ বাবলুর রশিদ এর নেতৃত্বে একদল বিজিবি।

এ সময় গাজা বহনকালে মোটর সাইকেলসহ উপজেলার দেওরগাছ গ্রামের মৃত রজব আলী মেম্বারের পুত্র সাব্বির আহমেদকে হাতেনাতে আটক করেন।

আটককৃত গাজা মোটরসাইকেলের সিজার মূল্য এক লক্ষ সাত হাজার টাকা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উল্লেখিত ঘটনার আইনি প্রক্রিয়া চলছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com