বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

চুনারুঘাটে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

মো. জামাল হোসেন লিটন, নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় উপজেলা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

মঙ্গলবার (১ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি দল।

জানা যায়, চুনারুঘাট উপজেলার চুনারুঘাট বাজারে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্য বিধি না মানায় এবং যানবাহনে উপযুক্ত কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ০৬টি মামলায় মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান মিলটন চন্দ্র পাল। এ সময় মাস্ক বিহীন পথচারীদের মাস্ক কিনতে উদ্বুদ্ধ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com