মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে জেঁকে বসেছে শীত আর এই হাড়কাঁপানো শীতে চা বাগান সহ শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকাকার খেটে খাওয়া মানুষের দুর্ভোগের শেষ নেই। এসব নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ কে শীতের কবল থেকে রক্ষা করতে রাতের আধারে শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকায় শীতের কাপড় নিয়ে হাজির হচ্ছেন স্বয়ং এমপি নিজেই। তিনি শীতার্ত দরিদ্র শ্রেনির মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌছেঁ দিচ্ছেন শীতবস্ত্র।
রোববার রাত সাড়ে ৯টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রীমঙ্গলের কালীঘাট ও আশিদ্রোন ইউনিয়নে চা বাগানে গরীব অসহায় চা শ্রমিকদের মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেন জাতীয় সংসদের সাবেক চিপ হুইপ উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প অফিসার আসাদুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সদস্য মো সেলিম আহমেদ, ইউপি চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, ইউপি সদস্য সামছু মিয়া, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহিন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, যুগ্ম সম্পাদক নুরুল আমিন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ।