মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই ইয়াবা কারবারি ও একজন নিয়মিত মামলার আসামীকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (২৮ ডিসেম্বর) শহরতলীর লালবাগ সড়ক থেকে এই তিন মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০ পিছ ইয়াবা উদ্বার করা হয়।
অটককৃতরা হলেন, রুপসপুর আবাসিক এলাকার অনকুল দেবের পুত্র অসিত দেব (২৪) বিলাসেরপার গ্রামের আলী আহমদের পুত্র হাবিবুর রহমান (২৬) এবং নিয়মিত মামলার আসামী মুসলিমবাগ এলাকার আবুল হোসেনের পুত্র ইমন হোসেন (১৯) কে আটক করা হয়।
আটক আসামীদের মামলা দিয়ে মৌলভীবাজার কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।