বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে মার্জ হচ্ছে না অন্যকোনো বিভাগ সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চুনারুঘাট প্রেসক্লাবের মানববন্ধন ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে একটুও ছাড় নয়: নাহিদ চুনারুঘাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে অভিজ্ঞতা সনদ ও চেক বিতরণ মুক্তিযোদ্ধার স্ত্রী মানবেতর জীবন, ন্যায়বিচারের আকুতি শাকিব কি সত্যিই ‘মেজর সিনহা’ হচ্ছেন? মেসিকে ছাড়াই বড় হার ইন্টার মায়ামির, অরল্যান্ডোর কাছে ৪-১ ব্যবধানে পরাজয় অধ্যাপক ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দিল মালয়েশিয়া

লাকসাম পৌরসভা নির্বাচন: ২১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কোহিনুর প্রীতি, বিশেষ প্রতিনিধি, কুমিল্লাঃ তৃতীয় ধাপে কুমিল্লার লাকসাম পৌরসভা নির্বাচনে দুই মেয়র প্রার্থী ও ১৯ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মেয়র উপজেলা যুবলীগের আহ্বায়ক অধ্যাপক মোঃ আবুল খায়ের। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল রহমান মজুমদার।

কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোহাম্মদ উল্ল্যাহ, ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আলহাজ্ব খলিলুর রহমান, ৩নং ওয়ার্ডে এডভোকেট মাসুদ হাসান, ৪নং ওয়ার্ডে আলহাজ্ব আব্দুল আজিজ, ৫নং ওয়ার্ডে মুনছুর আহমেদ মুনসী ও আবুল কাসেম, ৬নং ওয়ার্ডে আবু সায়েদ বাচ্চু, রুহুল আমিন, বেলায়েত হোসেন, আবুল হোসেন বাবুল, জসিম উদ্দিন ও সুজন হোসেন, ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শাহজাহান মজুমদার ও সোহেল রানা, ৮নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন, ৯নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানী।

সংরিক্ষত মহিলা কাউন্সিলর হিসেবে ১,২,৩নং ওয়ার্ডে  নাসিমা আক্তার, ৪,৫,৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর নাসিমা সুলতানা এবং ৭,৮,৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মুশফিকা আলম মিতা মনোনয়নপত্র দাখিল করেছেন।

এদিকে ১,২,৩,৪,৮ ও ৯নং ওয়ার্ডে এবং সংরিক্ষত তিনটি ওয়ার্ডে অন্য কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেনি। ফলে সংরিক্ষত তিন মহিলা কাউন্সিলরসহ ৯ জন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com