শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি : বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন কৃষকলীগের ৩ ও ৯নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টায় মিরপুর ইউনিয়নের মহাশয়ের বাজারে এক যৌথ সম্মেলনের মাধ্যমে এ কমিটিগুলো গঠন করা হয়। ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক সৈয়দ কামরুল হাসানের (ছাদেক) সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোঃ হায়দর আলীর পরিচালনায় আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ও বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীনুর রহমান, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব শেখ সুহেল আহমেদ, দপ্তর সম্পাদক সৈয়দ মাহমুদ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এনামুল হক।
পরে সরদার মোঃ কদ্দুছ মিয়া কে সভাপতি ও নূরুল ইসলাম লেবু কে সাধারণ সম্পাদক করে ৩নং ওয়ার্ড ও হাজী মোঃ আব্দুল কাদির কে সভাপতি ও কাজী মোস্তফা মিয়া কে সাধারণ সম্পাদক করে ৯নং ওয়ার্ড কৃষকলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও আগামি এক সপ্তাহের মধ্যে স্ব-স্ব ওয়ার্ডের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের নিকট জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।