বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:০২ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অনূর্ধ্ব-১৭, উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়াপরিদপ্তরের সহযোগিতায় শুক্রবার (২৮ মে) বিকালে স্থানীয় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট উদ্বোন করা হয়। চার দিনের এই টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, ওসি (অপারেশন) নয়ন কারকুন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র মীর এম এ সালাম, সাতগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মিলন শীল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক মিলন দাস গুপ্ত, সাবেক জাতীয় ফুটবলার ইকরাম রানা, সাবেক ফুটবলার পীযুষ দত্ত, এম এ মতিন, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন প্রমুখ।
উদ্বোধনী খেলায় শ্রীমঙ্গল পৌরসভাকে ৩.০ গোলে হারিয়ে জয়লাভ করে সাতগাঁও ইউনিয়ন দল।
উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম জানান, এই টুর্নামেন্টে শ্রীমঙ্গল পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়নের মোট ১০টি দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের প্রতিটি খেলা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্টিত হবে। উদ্বোধনী খেলাটি পরিচালনা করেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি মিজানুর রহমান মিজান, সহকারি রেফারি আবুল কাশেম, এবাদুর রহমান চৌধুরী, মো. সিরাজুল ইসলাম সেলু।